spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আলম আরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ জনে।

নগরীর মাদারবাড়ি এলাকার বাসিন্দা ওই নারী গত রোববার হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সাতজন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২০ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে এবং সাতজন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া আক্রান্ত আরও ৬০ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর চট্টগ্রামে মোট দুই হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুই হাজার ৬৩৬ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

চলতি বছরের জুলাইয়ে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, দুই হাজার ৩১১ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫৩ জন এবং জুন মাসে ২৮৩ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর মারা যাওয়া ২৬ জনের মধ্যে শিশু-কিশোর মিলিয়ে ১৪ জন, ছয়জন পুরুষ এবং ছয়জন নারী আছেন। এর মধ্যে জানুয়ারিতে তিনজন, জুনে ছয় জন এবং জুলাইয়ে মারা গেছেন ১৬ জন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ