spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ১১ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়পুলিশ সুপার পদে ২১ কর্মকর্তা বদলি

পুলিশ সুপার পদে ২১ কর্মকর্তা বদলি

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

পুলিশ সুপার পদে ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিএমপি উপ-কমিশনার (ট্রাফিক) ফাতিহা ইয়াসমীনকে ঝালকাঠির জেলায় বদলি করা হয়েছে।

বদলি করা অন্য কর্মকর্তারা হলেন- ডিএমপির উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও) বিপ্লব কুমার সরকারকে রংপুর জেলায়, সিটিটিসির উপ-কমিশনার মহিবুল ইসলাম খানকে কুড়িগ্রাম ও মোহাম্মদ ইউসুফ আলীকে পঞ্চগড় জেলায়, ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিনকে সিলেট জেলায়, রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার আলমগীর হোসেনকে নোয়াখালী জেলায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলামকে পিরোজপুর জেলায়, ডিবির উপ-কমিশনার খোন্দকার নুরন্নবীকে ফেনী জেলায় বদলি করা হয়েছে।

এদিকে, নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফকে ডিএমপিতে, এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে ভোলা জেলায়, ভোলা জেলার পুলিশ সুপার মোকতার হোসেনকে বরিশাল মহানগরীতে, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মেহেদুল করিমকে এন্টি টেরোরিজম ইউনিটে, জয়পুরহাট জেলার পুলিশ সুপার রশীদুল হাসানকে রাজশাহী মহানগরীতে, পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি মোহাম্মদ সালাম কবিরকে জয়পুরহাট জেলায় বদলি করা হয়েছে।

এছাড়া, ঝালকাঠির পুলিশ সুপার জোবায়দুর রহমানকে ডিএমপিতে, পঞ্চগড় জেলার পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদকে এসবিতে, সিলেট জেলার পুলিশ সুপার মনিরুজ্জামানকে এসবিতে, অষ্টম এপিবিএন এর মোসফিকুর রহমানকে এসবিতে, নোয়াখালী পিটিসির মোহাম্মদ সিহাব কায়সার খানকে অষ্টম এপিবিএন এর অধিনায়ক হিসেবে, রংপুর জেলার পুলিশ সুপার মিজানুর রহমানকে রাজবাড়ি জেলায়, রাজবাড়ির পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

spot_img

সর্বশেষ