spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৪ জুন ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকমামলা দিয়ে সুন্দরী চালককে ট্রাফিক সার্জেন্টের প্রেমের প্রস্তাব

মামলা দিয়ে সুন্দরী চালককে ট্রাফিক সার্জেন্টের প্রেমের প্রস্তাব

spot_img

বাংলাধারা ডেস্ক »

পশ্চিম উরুগুয়ের পায়সান্ডু শহরতলিতে গাড়ির চালকের আসনে বসা অতিরিক্ত সুন্দরী এক নারী, আর এ কারণেই জরিমানা করে বসলেন ট্রাফিক সার্জেন্ট। এদিকে জরিমানার কাগজের উল্টো পিঠে ‘আই লাভ ইউ’ লিখে দিলেন সেই সার্জেন্ট।

এ ঘটনায় সম্প্রতি ওই মামলার জরিমানার কাগজটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। যা দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে নেটপাড়ার মানুষজন।

গাড়ি চালিয়ে আসছিলেন এক নারী। তাকে আটকালেন পুরুষ এক ট্রাফিক সার্জেন্ট। কারণ, তিনি অতীব সুন্দরী। আর তার এই সৌন্দর্যের জন্য তাকে জরিমানাও করলেন ওই ট্রাফিক সার্জেন্ট। আর এই সব করার কারণ একটাই। যেভাবেই হোক সুন্দরী ওই নারীর মনে একটু জায়গা খোঁজা।

কিন্তু হলো বিপরীত। সেই জরিমানার টিকিট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় রোষের মুখে পড়েছেন সেই সার্জেন্ট। নেটপাড়ার মানুষজন মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাফিক সার্জেন্টের এহেন কার্যকলাপে।

কেউ বলছেন, উনি যা করেছেন ঠিকই করেছেন। ক্ষমতার অপব্যবহার বলে ফুঁসে উঠেছেন কেউ কেউ টুইটারে। তবে সেই টিকিট বেশি ভাইরাল হতেই বিপদে পড়লেন সার্জেন্ট। সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার পর ওই ট্রাফিক সার্জেন্টকে বদলি করার চিন্তাভাবনা করছে পায়সান্ডুর প্রশাসন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ