spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদকক্সবাজারঅজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদক
spot_img

কক্সবাজারের টেকনাফে অজ্ঞাত এক যুবকের (২৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা (৩ আগস্ট) ১২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া খালের উত্তরে নাফ টুরিজম পার্কের পতিত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, কাটাবনিয়া খালের উত্তরে নাফ টুরিজম পার্কের পতিত এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের আনুমানিক বয়স ২৭ বছর। মরদেহটি পচে অর্ধগলিত অবস্থায় রয়েছে। এতে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।

ওসি আরও বলেন, অনন্ত সপ্তাহখানেক আগে তাকে খুন করে দুর্বৃত্তরা ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে কারা কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের শনাক্ত করার চেষ্টাও চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ