spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামনগরীতে মাছ বিক্রেতার রক্তাক্ত লাশ উদ্ধার

নগরীতে মাছ বিক্রেতার রক্তাক্ত লাশ উদ্ধার

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর দক্ষিণ কাট্টলীর বারুণি ঘাট বেড়িবাঁধের পশ্চিম পাশ থেকে এক মাছ বিক্রেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পাহাড়তলী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম- প্রিয়নাথ দাশ (৪৫)। প্রিয়নাথ দক্ষিণ কাট্টলী এলাকার শিব মন্দিরের পাশের একটি বাড়িতে থাকতেন।

পাহাড়তলী থানার ওসি মাইনুর রহমান বাংলাধারাকে বলেন, বুধবার রাতে ঘরে না ফেরায় প্রিয়নাথের পরিবার উদ্বিগ্ন থাকলেও তারা থানায় কোনো অভিযোগ করেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বেড়িবাঁধের কাছে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এবং পরে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রিয়নাথের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন এবং মুখমণ্ডল থেঁতলানো রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রিয়নাথের সাথে কারও বিরোধ আছে কিনা বা অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ