spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামবোয়ালখালীতে ক্রিকেট পিচের ভিত্তিপ্রস্তর স্থাপন

বোয়ালখালীতে ক্রিকেট পিচের ভিত্তিপ্রস্তর স্থাপন

বোয়ালখালী প্রতিনিধি
spot_img

চট্টগ্রামের বোয়ালখালীতে ক্রিকেট পিচের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উপজেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও বোয়ালখালী পৌরসভার অর্থায়নে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট পিচের ভিত্তি প্রস্থর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মামুন ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।

মো. মামুন বলেন, এই পিচটি ক্রিকেট খেলোয়াড়দের প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হবে। উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পর্যায়ক্রমে আরো ২-৩ টি মাঠে ক্রিকেট পিচ নির্মাণ করা হবে। এ পিচটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ টাকা।

মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, শিশু-কিশোরদের শারীরিক মানসিক বিকাশে খেলার মাঠ অগ্রণী ভূমিকা রাখে। শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের পরেই বেশি অবদান রাখে খেলার মাঠের সঙ্গী-সাথীরা। খেলাধুলার মধ্যে দিয়ে সুপ্ত প্রতিভা বিকশিত হবে।
এসময় পৌরসভার কাউন্সিলর ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ