spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকসোফির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা জাস্টিন ট্রুডোর

সোফির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা জাস্টিন ট্রুডোর

আন্তর্জাতিক ডেস্ক
spot_img

কানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তারা তাদের সাংসারিক জীবন থেকে আলাদা হয়ে যাচ্ছেন।

বুধবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জাস্টিন ট্রুডোর কার্যালয় জানিয়েছে, তারা বিচ্ছেদ সংক্রান্ত একটি আইনি চুক্তিতে সই করেছেন।

জাস্টিন-সোফি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি যৌথ বিবৃতিতে জানান, এ সিদ্ধান্তটি নেওয়ার আগে তাদের মধ্যে অনেকভাবেই আলোচনা হয়েছিল। যা ছিল অর্থবহ এবং জটিল।

তারা জানান, ‘আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধাসহ একটি ঘনিষ্ঠ পরিবারে আবদ্ধ থাকব।’ তবে সন্তানদের মঙ্গল ও সম্মানের জন্য বিচ্ছেদের বিষয়টি গোপন রাখতে চাইলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছেন।

২০০৫ সালে বিয়ে করেন জাস্টিন ও সোফি। বিশ্বখ্যাত এ দম্পতির মধ্যে প্রথম পরিচয় ঘটেছিল শৈশবে। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ