spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলপরিবেশ রক্ষার্থে গাছ লাগানো ছাড়া কোন বিকল্প নেই : পার্বত্য মন্ত্রী

পরিবেশ রক্ষার্থে গাছ লাগানো ছাড়া কোন বিকল্প নেই : পার্বত্য মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি
spot_img

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পরিবেশ রক্ষার্থে গাছ লাগানো ছাড়া কোন বিকল্প নেই। গাছ শুধুমাত্র অক্সিজেন নয় ঘুর্ণিঝড়, তুফানসহ প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। তাই সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

শুক্রবার (৪ আগষ্ট) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে বের করা হয় শোভাযাত্রা। শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী।

এদিকে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং অর্কিডের ৪৫টি স্টলে পরিদর্শন করেন প্রধান অতিথি। তাছাড়া সপ্তাহব্যাপী বৃক্ষমেলা আগামী ১১ আগস্ট পর্যন্ত শেষ হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মো: রায়হান খাজেবি, বিভাগীয় বনকর্মকর্তা হক মাহবুব মোর্শেদ, বিভাগীয় বনকর্মকর্তা পাল্পউড মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: শাহনেওয়াজসহ সরকারী,বেসরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ