বাংলাধারা ডেস্ক »
ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লাকসাম জিআরপি থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ জুন ) দুপুরে ডাকাতির কবলে পরা মোঃ আনিস নামে একজন ভুক্তভোগি বাদী হয়ে মামলাটি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিম উদ্দিন বাংলাধারাকে জানান, বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেসে যাত্রীদের অনেক ভিড় ছিল। ফলে ট্রেনের প্রতিটি বগি ও ছাদে প্রচুর যাত্রী উঠে। ট্রেনটি সন্ধ্যা ৭ টারদিকে ফেনী স্টেশনে থামার পর আনুমানিক ২০-২৫-২৬ বছর বয়সী একদল যুবক একটি বগির ছাদে উঠে পড়ে।
তিনি বলেন, ট্রেন স্টেশন ছাড়ার পর ওই যুবকরা সকলে লুকিয়ে রাখা ধারাল অস্ত্র বের করে সেখানে থাকা অর্ধ শতাধিক যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নিতে থাকে। যেসব যাত্রী তাদেরকে বাধা দিতে চেষ্টা করেন তাদেরকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তারা সব কিছু কেড়ে নেয়। এ সময় ডাকাতদের মারধরে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।
ওসি নাজিম আরও বলেন, আজ সকালে রেলওয়ে পুলিশের ডিআইজি শামসুদ্দিন, এনডিসি, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেষনা দিয়েছেন। আসামীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায় নি।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি