spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামখালে পাকা দেয়াল, পানিতে তলিয়ে গেছে শতাধিক ঘর

বোয়ালখালী

খালে পাকা দেয়াল, পানিতে তলিয়ে গেছে শতাধিক ঘর

বোয়ালখালী প্রতিনিধি
spot_img

চট্টগ্রামের বোয়ালখালীতে খালের মাঝে পাকা দেয়াল থাকায় পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে কধুরখীল কৈবর্ত্যপাড়া এলাকার শতাধিক বাড়িঘর।

কৈবর্ত্য খালের মাঝে পাকা দেয়াল থাকায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। তারা বলেন কালভার্টের মুখ বন্ধ হয়ে যাওয়ায় ভারী বর্ষণের পানি নামতে পারছে না খালে। জোয়ারের পানি উঠছে মানুষের বাড়ি ঘরে। ডুবে গেছে ফসলি জমি, মাছের পুকুর ও রাস্তাঘাট।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে এলাকায় ঘুরে দেখা গেছে,টানা বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়ে পুরো এলাকা।

স্থানীয়রা জানান এ এলাকার পানি প্রবাহের একমাত্র পথ হচ্ছে কৈবর্ত্যখাল। এই খালটি কর্ণফুলী নদী সংযুক্ত।পশ্চিম কধুরখীল কালি বাড়ি সড়কের কৈবর্ত্যপাড়া ব্রিজের নিচের একপাশে পাকা দেয়াল তুলে দিয়ে খালের পানি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর কৈবর্ত্যপাড়া ব্রিজ থেকে কধুরখীল কৈবর্ত্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত খালের অংশটি বালি দিয়ে ভরাট করে ফেলা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন সরজমিন পরিদর্শন করে খালের পাকা দেয়াল ভেঙে ফেলার উদ্যােগ নেন।

তবে ইউএনওর সেই উদ্যােগ অদৃশ্য কারণে থমকে যায়। বিষয়টি স্থানীয় সাংসদ পর্যন্ত গড়ায়। সাংসদ সরজমিন পরিদর্শন করে দেয়ালটি দেখার কথা ছিলো। এলাকাবাসীর স্বার্থে ইউএনও মো. মামুন একাট্টা হওয়ায় ভরাট খালের মাঝে শেষতক পানি যাতায়াতের জন্য ৩ ফুট প্রস্থের একটি নালা নির্মাণের কাজ চলমান রয়েছে। তবে সেই পাকা দেয়াল ভাঙা হয়নি। ফলে ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়ে কৈবর্ত্যপাড়া।

কৈবর্ত্যপাড়ার বিশ্বজিৎ দাস বলেন, ‘শতাধিক ঘর-বাড়িতে ঢুকে পড়েছে পানি। খাল ভরাট ও খালের মাঝে দেয়াল দেওয়ায় জোয়ারের পানি, বৃষ্টির পানি নামতে পারছে না। রাস্তা-ঘাট, উঠোন ঘাটা, পুকুর ও জমি সব ডুবে গেছে।’

এলাকাবাসীরা জানান, গত ৮-৯ মাস আগে কৈবর্ত্যপাড়া সড়কের সংস্কার চলাকালীন সময়ে খালে পাকা দেয়াল নির্মাণ করা হয়। ২০২১-২২ অর্থ বছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কৈবর্ত্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন কাজ করা হয়। ২০২১ সালের ২৪ ডিসেম্বর এ কাজের উদ্বোধন করা হয়। সড়কের কাজ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফোরক আহমদ এন্ড সন্স। বাস্তবায়ন করে বোয়ালখালী পৌরসভা।

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, ‘দেয়াল নির্মাণকারী সংশ্লিষ্ট ঠিকাদারকে দেয়ালটি ভেঙে ফেলার জন্য বলা হয়েছিল। আগামীকাল সরজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

spot_img

সর্বশেষ