spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামআর কখনো পরীক্ষা দিতে হবেনা নিপাকে

আর কখনো পরীক্ষা দিতে হবেনা নিপাকে

নিজস্ব প্রতিবেদক
spot_img

ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়েছিলেন নিপা পালিত। পরীক্ষা দিতে যাওয়াই যেন হলো তার জন্য কাল। টানা বৃষ্টির কারণে পানির নিচে ডুবে থাকা নালায় পড়ে জীবনের ইতি ঘটলো নিপা পালিতের। আর কখনোই তাকে দিতে হবে না কোন পরীক্ষা, যেতে হবে না কলেজে।

সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে হাটহাজারী উপজেলার ইসলামীহাটের চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

২০ বছর বয়সী নিপা পালিত পড়তেন চট্টগ্রামের হাটহাজারী কলেজে। তিনি একই এলাকার উত্তম পালিতের মেয়ে।

নিপা পালিতের ফুফাত ভাই জয় ঘোষ জানান, নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। সোমবার ডিগ্রী ২য় বর্ষের ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা ছিল। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় পড়ে গেলে আর ওপরে উঠতে পারেনি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ