spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদজাতীয়দিল্লিতে বিজেপির সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের বৈঠক

দিল্লিতে বিজেপির সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের বৈঠক

বাংলাধারা ডেস্ক
spot_img

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা এবং জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ে’র সঙ্গে পৃথক বৈঠক করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।

বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডার বাসভবনে তার সঙ্গে বৈঠক হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বিজেপি জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ে’র সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দল। তিনি বলেন, বিজেপির আমন্ত্রণে আমরা প্রেসিডেন্টের পর বিজেপি’র সদর দপ্তরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ে’র সাথেও বৈঠক করেছি।

আন্তরিক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষ গুরুত্বসহ আলোচিত হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের এ প্রতিনিধি দল ভারতের দিল্লিতে পৌঁছায়।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ