spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামহালদায় ডিঙি উল্টে ব্যবসায়ী নিখোঁজ

হালদায় ডিঙি উল্টে ব্যবসায়ী নিখোঁজ

রাউজান প্রতিনিধি
spot_img

চট্টগ্রামে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদীতে ডিঙি নৌকা উল্টে সাহেদ হোসেন বাবু (৩৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হালদা নদী উত্তর মাদার্শার পশ্চিম বাড়িঘোণা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।

নিখোঁজ সাহেদ হোসেন বাবু রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উজির আলী মিয়াজির বাড়ির মৃত মোহাম্মদ ইউসুফ (সিআইপি)’র বড় ছেলে।

হালদার পাড়ের ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, স্থানীয় সমাজকর্মী সাইফুদ্দিন আত্তারীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে সাহেদ হোসেন বাবু তার মামা মোহাম্মদ হাছান, খামারের তত্ত্বাবধায়ক জাগির হোসেনসহ মোট চারজন তার খামার থেকে ডিঙি নৌকা যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পশ্চিম বাড়িঘোনা বেইলি ব্রিজে সেখানে পৌছাঁলে ব্রিজের খুঁটির সাথে ধাক্কা লেগে ডিঙি নৌকাটি উল্টে যায়। এতে নৌকার অন্য তিনজন নদীর কূলে উঠতে পারলেও সাহেদ হোসেন বাবু পানির স্রোতে তালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এবং স্থানীয়রাও নৌকা নিয়ে খোঁজে নেমে পড়েন।

রাউজান ফায়ায় সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। আমাদের ডুবুরি দলের রাতে কাজ করার নিয়ম নেই। সকালের মধ্যে দেহ উদ্ধার না হলে ডুবুরি নদীতে তল্লাশি চালাবেন। নৌ-পুলিশ বোট নিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছেন।

নৌ পুলিশের হালদা ফাঁড়ির ইনচার্জ এসআই মাহফুজুল হাছান বলেন, সন্ধ্যা ৭টার দিকে সংবাদ পাওয়ার সাথে সাথেই বোট নিয়ে নদীতে নেমে পড়ি। আমাদের তাল্লাশি অব্যহত রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও উদ্ধার কাজে সহায়তা করে যাচ্ছেন।

উরকিরচর ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওছার আলম বলেন, বাড়ির অদূরে সাহেদ হোসেন বাবু বিশাল গরু, মুরগী ও মাছের খামার রয়েছে। তারা মূলত শহরে থাকেন। আজ (সোমবার) দুপুরে খামারে আসেন। সন্ধা ৭টার দিকে তার মামা, খামারের তত্ত্বাবধায়কসহ চারজন একটি ডিঙি নৌকা যোগে খামার হতে হালদা নদী হয়ে ফিরছিলেন। ফেরার পথে বাড়িঘোনা ব্রিজের সাথে ধাক্কা খেয়ে ডিঙি নৌকাটি উল্টে গেলে বাকী ৩জন কূলে উঠতে সক্ষম হলেও সাহেদ হোসেন স্রোতে তালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস,  নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা স্থানীয় নৌপুলিশের বোট কর্ণফুলী মোহনাসহ বিভিন্ন স্থানে খোঁজ করেছি। ইউএনও আমাদের জন্য আরো দুটো নৌকার ব্যবস্থা করে দিবেন বলে জানিয়েছেন। তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব নয়। তবে এখনও পর্যন্ত (রাত ১২:৫০) লাশ উদ্ধার করা সম্ভব হয় নি। সারারাত হালদায় তাল্লাশি চালিয়ে যাব।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ