spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামলোহাগাড়ায় পানির স্রোতে নিখোঁজ ২

লোহাগাড়ায় পানির স্রোতে নিখোঁজ ২

লোহাগাড়া প্রতিনিধি
spot_img

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যার পানির স্রোতে আসহাব মিয়া (৬০) ও জুনায়েদুল ইসলাম জারিফ (২২) নামের দুজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ আসহাব মিয়া আমিরাবাদ ইউনিয়নের চট্টলা পাড়ার কালু মিয়ার ছেলে ও জুনায়েদুল ইসলাম জারিফ একই ইউনিয়নের জনকল্যাণ এলাকার জুলফিকার আলি ভোট্টুর ছেলে।

স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল আমিন আজাহারী বাংলাধারকে জানান, গত সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আমিরাবাদ চট্টলাপাড়া এলাকায় পদুয়া তেওয়ারিহাট বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন তারা আসহাব মিয়া ও তার পুত্র এ সময় ঘটনাস্থলে পানির স্রোতে তারা তলিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থলের অদূরে বৃদ্ধের ছেলেকে পাওয়া গেলেও কিন্তু বৃদ্ধকে পাওয়া যায়নি

অপরদিকে, নিখোঁজ জারিফের মামা খোরশেদ আলম বাংলাধারাকে জানান, গতকাল রাত ২ টার সময় পরিবার নিয়ে নিজ বাড়ি থেকে নিরাপদ জায়গায় যাওয়ার সময় আমিরাবাদ জনকল্যান এলাকায় তীব্র পানির স্রোতে ভেসে যায় জুনায়েদুল ইসলাম জারিফ। বিষয়টি আমরা ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীরকে অবগত করেছি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বাংলাধারাকে বলেন, বন্যার পানির স্রোতে দুজন নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েছি। তবে বিষয়টা লিখিত ভাবে কেউ জানায়নি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ