বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংগঠন ন্যাশনাল প্রেস সোসাইটির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাহবুবুল ইসলাম।
গত বৃহস্পতিবার সংগঠনের ভাইস চেয়ারম্যান শারমিনা মাহবুবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের কেন্দ্রীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দরা সংগঠনের সক্ষমতা বৃদ্ধি করতে সবাইকে ঐক্যবন্ধ ভাবে কাজ করার আহবান জানান।
নির্বাহী কমিটির সভা শেষে মো. আবুল কাসেমকে সভাপতি ও নয়ন শীলকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় পূ্র্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তি