চট্টগ্রামের সীতাকুণ্ড কদম রসুলস্হ সাগর উপকূলীয় প্রাইম শিপ ইয়ার্ডের সামনে পানি থেকে অজ্ঞাত পরিচল একটি লাশ উদ্ধার করে নৌ- পুলিশের কাছে হস্তান্তর করেছে গাউছিয়া কমিটির কর্মীরা।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সাগরে স্থানীয়রা একটি মৃতদেহ পানিতে ভাসতে দেখে থানায় খবর দিলে বিষয়টি আমরা নৌ- পুলিশকে জানাই, নৌ- পুলিশ লাশ মর্গে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইম শিপ ইয়ার্ডের সামনে একটি লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্হলে নৌ- পুলিশ আসলে ভাটিয়ারী গাউছিয়া কমিটির টিম লিডার মামুনুর রসিদ এর নেতৃত্বে লাশটি উদ্ধার করে নৌ- পুলিশ কে হস্তান্তর করা হয়।
নৌ- পুলিশের এস আই প্রদীপ চন্দ্র জানায়, লাশের খবর পেয়ে ঘটনাস্হলে আসলে গাউছিয়া কমিটির কর্মীরা লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা সুরতহাল করে মর্গে প্রেরণ করি। ধারণা করা হচ্ছে তিন চারদিন আগে লোকটি পানিতে পড়েছিল।