spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামলোহাগাড়ায় পানির স্রোতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র জারিফের লাশ উদ্ধার

লোহাগাড়ায় পানির স্রোতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র জারিফের লাশ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি
spot_img

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যার পানির স্রোতে নিখোঁজ হওয়া জুনায়েদুল ইসলাম জারিফের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ অগাস্ট) বিকালে আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকার বাড়ির পাশে বিলের পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত রাত ২ টার সময় পরিবার নিয়ে নিজ বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় তীব্র পানির স্রোতে ভেসে যায় জারিফ।

নিহত জারিফ ওই এলাকার জুলফিকার আলি ভোট্টুর ছেলে। সে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ১ম বর্ষের ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বাংলাধারাকে বলেন, গতরাতে নিখোঁজ হওয়ার পর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। আজ বিকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনের বিলে পানি নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জারিফ আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম আসিফুর রহমান চৌধুরী।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ