spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকর্ণফুলীতে বেড়েছে গরু চোরদের উৎপাত, শঙ্কায় দিন কাটাচ্ছে খামারীরা

কর্ণফুলীতে বেড়েছে গরু চোরদের উৎপাত, শঙ্কায় দিন কাটাচ্ছে খামারীরা

মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
spot_img

চট্টগ্রামের কর্ণফুলীতে বেড়েছে গরু চোরদের উৎপাত। উপজেলার পাঁচ ইউনিয়নে প্রায় সময় কোথাও না কোথাও একের পর এক অভিনব কায়দায় ঘটে যাচ্ছে গরু চুরির ঘটনা। গত শনিবার রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মরহুম ইউনুস মিয়াজীর নতুন বাড়িতে নুরুল গণি নামের এক খামারির গোয়াল ঘরের দরজা ভেঙে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা বলে দাবি করেন নুরুল গনি।

খামারির ছেলে মোঃ ফাহিম জানায়, ঘটনার দিন রাতে আমার কিছুটা সন্দেহ সৃষ্টি হয়। রাতে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি আমাদের গরু নেই। তাৎক্ষণিক আমরা প্রতিবেশীদের সাথে নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও গরু কিংবা চোরের সন্ধান পাইনি। পরদিন আমি চুরির বিষয় উল্লেখ করে কর্ণফুলী থানায়একটি জিডি করেছি।

কয়েকদিন আগে একই উপজেলার বড়উঠান ইউনিয়নে এই ধরনের চুরির ঘটনা ঘটেছিলো। খবর নিয়ে জানা গেছে শুধু শিকলবাহা কিংবা বড়উঠান ইউনিয়ন নয় বরং চরপাথরঘাটা, চরলক্ষ্যা ও জুলধাসহ পুরো উপজেলা জুড়ে মাথাছাড়া দিয়ে ওঠেছে চোরের দল।

ভুক্তভোগী খামারি নুরুল গণি বলেন, প্রতিদিনের মত গোয়াল ঘরে গরুকে খাবার দিয়ে রাত ১১টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি, রাতে চোর এসে গোয়াল ঘরের টিন কেটে গোয়াল ঘরে ঢুকে দরজা ভেঙে আমার গরু গাড়িতে করে নিয়ে যায়। গরুটি হারিয়ে এখন আমরা অসহায় হয়ে পড়েছি।

এ বিষয়ে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, শিকলবাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মরহুম ইউনুস মিয়াজীর নতুন বাড়ি এলাকা থেকে এক খামারির গোয়াল থেকে গরু চুরির ঘটনাটি শুনেছি। এ নিয়ে খামারির ছেলে থানায় একটি জিডিও করেছে। এই বিষয়ে থানা পুলিশ কাজ করছেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ