spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রাম'চট্টগ্রামের সাংবাদিকদের কল্যাণে পাশে থাকবো'

‘চট্টগ্রামের সাংবাদিকদের কল্যাণে পাশে থাকবো’

নিজস্ব প্রতিবেদক
spot_img

ইন্টারন্যাশনাল জার্নালিস্ট নেটওয়ার্ক অব ইউরোপ (আইজেএনই) এর প্রেসিডেন্ট নূরের জামান ভূঁঞা বলেছেন, ‘ইউরোপে বসবাস করলেও আমার সবচেয়ে বড় পরিচয় আমি চট্টগ্রামের সন্তান। সাংবাদিকতার পাশাপাশি ইউরোপে নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলেও জন্মভূমির প্রতি আমার অনেক দায়বদ্ধতা রয়েছে। দেশের নানা মানবিক কর্মকাণ্ডে অতীতে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। পাশাপাশি চট্টগ্রামের সাংবাদিকদের কল্যাণেও নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে নূরের জামান ভূঁঞার জীবনচরিত তুলে ধরেন প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম।

এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান ও সমাজকর্মী নূরের নবী ভূঁঞা।

প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, নূরের জামান ভূঁঞা ইউরোপে জীবন যাপন করলেও তাঁর হৃদয়জুড়ে বাংলাদেশ। বৈশ্বিক করোনাকালীণ সময়েও তিনি দেশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। আগামীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানের শুরুতে নূরের জামান ভূঁঞাকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, স্থায়ী সদস্য জামালুদ্দীন ইউছুফ, স্বপন কুমার মল্লিক, তাপস বড়ুয়া রুমু, যীশু রায় চৌধুরী, জিয়াউদ্দিন এম এনায়েতউল্লাহ, দেব প্রসাদ দাস দেবু, নিপুল কুমার দে, হামিদুল ইসলাম, নাজমুল আলিম সাদেকী, অনুপম বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ