spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামলোহাগাড়ায় পানির স্রোতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

লোহাগাড়ায় পানির স্রোতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি
spot_img

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যার পানির স্রোতে আসহাব মিয়া (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের চুনতিপাড়া খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত আসহাব মিয়ার আমিরাবাদ চট্টলা পাড়ার কালু মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল বাংলাধারাকে জানান, আজ সকালে পুদয়া ইউনিয়নের চুনতিপাড়া এলাকায় খালে নিখোঁজ আসহাব মিয়ার ভাসমান অবস্থায় লাশ দেখে স্থানীয়া।

পরে আমাকে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে থানা নিহতের স্বজন ও পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বাংলাধাকে বলেন, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আর আগে, গত সোমবার (৭ আগস্ট ) বিকেল দিকে তেওয়ারিহাট বাজার থেকে আমিরাবাদ চট্টলাপাড়া এলাকায় বাড়িতে যাওয়ার পথে পানির স্রোতে তলিয়ে যায় আসহাব মিয়া৷ এরপর থেকে নিখোঁজ ছিল তিনি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ