বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বন্দরের প্রবেশপথ কর্ণফুলী নদীর মোহনায় দু’টি জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জুন) সকাল পৌনে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সংঘর্ষের ঘটনা পর চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচল বন্ধ রয়েছে। টাগ বোট দিয়ে জাহাজ দু’টিকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান এমটি বুরগান নামে একটি ওয়েল ট্যাংকার বন্দরের জেটি থেকে বহির্নোঙ্গরের দিকে যাচ্ছিল, অন্যদিকে এমভি এক্সপ্রেস মহানন্দা নামে কন্টেইনারবাহী একটি জাহাজ বহির্নোঙ্গর থেকে বন্দরের জেটিতে প্রবেশ করছিল। এসময় অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে ওই দুইটি জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে বন্দরের পবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। জাহাজ দু’টিকে টাগ বোট দিয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে। জাহাজ দু’টিকে সরিয়ে নেওয়া গেলে বন্দরে জাহাজ স্বাভাবিক হবে।
বাংলাধারা/এফএস/এমআর