spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিক‘এক লাখ বছরেও এমন গরম দেখেনি পৃথিবী’

‘এক লাখ বছরেও এমন গরম দেখেনি পৃথিবী’

আন্তর্জাতিক ডেস্ক
spot_img

এত উষ্ণ জুলাই মাস আগে দেখেনি এই নীল গ্রহ। পৃথিবীতে যখন থেকে তাপমাত্রা নথিভুক্ত করা হচ্ছে, সেই থেকে ধরলে গত জুলাই মাসের গড় উষ্ণতা ছিল সর্বোচ্চ। মঙ্গলবার এ কথা জানাল ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষক সংস্থা। ইইউ এর কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস জানিয়েছেন, গত এক লাখ ২০ হাজার বছরেও এত উষ্ণ হয়নি পৃথিবী।

সামান্থা বার্গেস জানান, ‘গত ১ লাখ ২০ হাজার বছর ধরে পর্যবেক্ষণমূলক রেকর্ড এবং প্যালিওক্লাইমেট রেকর্ডের সংমিশ্রণে পাওয়া তথ্যে দেখা গেছে যে পৃথিবী এই সময়ে কখনও এতটা উষ্ণ ছিল না।’ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তিনি বলেন, ২০২৩ সালের জুলাই মাসের বৈশ্বিক গড় তাপমাত্রা যেকোনো মাসের মধ্যে রেকর্ড সর্বোচ্চ বলে নিশ্চিত করা হয়েছে। ১৮৫০ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত গড় তাপমাত্রা থেকে এই মাসের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলিয়াস বেশি।

এর আগে পর্যন্ত ২০১৯ সালে উষ্ণতম জুলাইয়ের সাক্ষী হয়েছিল পৃথিবী। সেই রেকর্ড ভেঙে গেছে এবার। গত মাসের গড় তাপমাত্রা ২০১৯ সালের জুলাই থেকে ০.৩৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ১৯৯১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পৃথিবীতে জুলাই মাসের গড় উষ্ণতা যা ছিল, গত মাসে গড় উষ্ণতা তার থেকে ০.৭২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষক জানিয়েছে, ১৮০০ সাল থেকে পৃথিবীর উষ্ণতা ১.২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ জীবাশ্মের দহন। সে কারণে আরও ঘন ঘন হচ্ছে তাপপ্রবাহ। এর মেয়াদও বৃদ্ধি পেয়েছে। ঝড় এবং বন্যার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে তারা জানিয়েছে, ‘উত্তর গোলার্ধেরও বিভিন্ন অংশে তাপপ্রবাহ হচ্ছে। এমনকি, দক্ষিণ ইউরোপেও। দক্ষিণ আমেরিকার দেশগুলো এবং আন্টার্কটিকায়ও গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।’

১৯৯১-২০০০ সালের তুলনায় ২০২৩ সালে গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ০.৪৩ ডিগ্রি সেলসিয়াস। ২০১৬ সালের তুলনায় ২০২৩ সালে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ০.৪৯ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালের তুলনায় ২০২৩ সালে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ০.৪৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে বিশেষজ্ঞেরা মনে করছেন, ২০১৬ এবং ২০২৩ সালের গড় তাপমাত্রার পার্থক্য আরও বৃদ্ধি পাবে। কারণ ২০১৬ সালের শেষার্ধে গড় তাপমাত্রা কমেছিল। আর ২০২৩ সালে এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে শেষার্ধে গড় তাপমাত্রা এল নিনোর প্রভাবে আরও বৃদ্ধি পেতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুর পরিসংখ্যান বলছে, ৩০ জুলাই সমুদ্রপৃষ্ঠের গড় উষ্ণতা বেড়ে হয়েছিল ২০.৯৬ ডিগ্রি সেলসিয়াস। ২০১৬ সালের মার্চে সমুদ্রপৃষ্ঠের গড় উষ্ণতা ছিল ২০.৯৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ