spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদজাতীয়নভেম্বরে তফসিল ঘোষণা হতে জাতীয় সংসদ নির্বাচনের

নভেম্বরে তফসিল ঘোষণা হতে জাতীয় সংসদ নির্বাচনের

বাংলাধারা ডেস্ক
spot_img

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আনিছুর রহমান বলেন, নভেম্বরে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালুর পরেই তফসিল ঘোষণা করা হবে। দুর্গম এলাকা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ও মাঠ পর্যায়ে প্রার্থীদের শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করতে না পারে সেজন্য সংসদ নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া এই অ্যাপসের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। নির্বাচনী ব্যবস্থা ডিজিটাল করতেই অ্যাপ চালু করা হবে।

ইসি বলেন, অর্থাভাবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন সরে আসায় আগামী সংসদ নির্বাচনে ব্যালটে ভোটগ্রহণ করা হবে। তবে ব্যালটে ভোটগ্রহণ করতে গিয়ে ছিনতাই, জোর করে সিলমারাসহ নানা অভিযোগ দীর্ঘদিনের। তাই ব্যালটের যাতে অপপ্যবহার করা না যায় সেজন্য সংসদ নির্বাচনে আগের রাতে নয়, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার যাবে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ