spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামশাহ আমানতে বিদেশী মুদ্রাসহ সারজাহগামী যাত্রী আটক

শাহ আমানতে বিদেশী মুদ্রাসহ সারজাহগামী যাত্রী আটক

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরে বিদেশী মুদ্রাসহ সারজাহগামী যাত্রী আটক করেছে নিরাপত্তা বিভাগ। ওই যাত্রীর কাছ থেকে ৬০ হাজার দিরহাম এবং ৩০০ শো আমেরিকান ডলার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪জুন) সকাল সাড়ে আটটার দিকে তাকে আটক করা হয়।আটক যাত্রীর নাম মোহাম্মদ জহুর আলম। এয়ার এরাবিয়ার শুক্রবার সকাল সাড়ে ৯ টার জি ৯-৫২২ ফ্লাইটে সারজাহ যাবার কথা ছিল তার।

চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান সকালে দ্বিতীয় স্ক্যানিং চেকিংয়ের সময় তার ব্যাগে এই মুদ্রা পাওয়া যায়। তিনি হাটহাজারী উপজলোর ফয়েতয়াবাদের চিকনদন্ডী গ্রামের রুস্তম আলীর ছেলে। তাকে পুলিশে সোর্পাদ করা হয়েছে। তার বিরুদ্ধে বিদেশী মূদ্রা পাচার আইনে মামলা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ