spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামকর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া অংশে তীব্র ভাঙন

কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া অংশে তীব্র ভাঙন

রাঙ্গুনিয়া প্রতিনিধি
spot_img

প্রবল বর্ষণে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটা ও বেতাগী অংশে দুই তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকির মুখে শত শত ঘরবাড়ি-ফসলি জমি। সারাবছর ধরে নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের কারণে এই ভাঙন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

চলমান বৃষ্টিতে ইতিমধ্যেই বেশকিছু ফসলি জমি ও বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও বেশ কিছু ফসলি জমি, রাস্তাঘাট এবং ঘরবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

ভাঙন প্রতিরোধে ইতিমধ্যেই প্রকল্প গ্রহণ করা হয়েছে জানিয়ে বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন, “একসময় বর্ষা এলেই রাঙ্গুনিয়া জুড়ে ছিলো ভাঙনের তীব্রতা। মানুষের মাঝে হাহাকার লেগে যেতো। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের হাত ধরে প্রায় চারশত কোটি টাকার বৃহৎ প্রকল্পের মাধ্যমে কর্ণফুলীর বোয়ালখালী অংশ থেকে চন্দ্রঘোনা লিচুবাগান পর্যন্ত দুই পাড়ে ব্লক স্থাপন করা হয়েছে। এতে পাল্টেছে নদীপাড়ের চিত্রপট, বদলেছে এসব এলাকার বাসিন্দাদের জীবনমান।

তিনি বলেন, খুব শীঘ্রই তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হলে রাঙ্গুনিয়ার শতভাগ এলাকা নদী ভাঙনমুক্ত হবে।

এদিকে ভাঙন পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী ও বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম। পরিদর্শনকালে তারা দুর্গত বাসিন্দাদের সাথে কথা বলেন, তাদের জন্য চাল ও কম্বল দেন এবং নিরাপদে সরে যেতে অনুরোধ করেন। নিকটস্থ স্কুলগুলোতে আশ্রয় নিতে পারবেন বলে জানান। তারা আরও জানান, ভাঙন প্রতিরোধে ইতোমধ্যেই তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির সহায়তায় প্রকল্প গ্রহণ করা হয়েছে। খুব দ্রুত তা বাস্তবায়ন হবে বলে জানান তারা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ