বিপুল পরিমাণ মাদকসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। বুধবার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মুরাদপুর মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২ জনকে ও পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে বন্দর থানাধীন কলশী দিঘীর মুখে ইপিজেড সংলগ্ন একটি বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে আরও ২ জনকে আটক করা হয়। এসময় ২৫ হাজার পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ ও ৪ গ্রাম আইস এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো—মোঃ দিদার (৩৪), মোঃ সোয়াইব সরকার (৪৮), মোঃ রফিক (৩৮), মোঃ তৈয়ব (২৮)।
এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পাঁচলাইশ জোনের এসি বেলায়েত হোসেনের নেতৃত্বে পাঁচলাইশ মডেল থানার অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোড়ে কক্সবাজার থেকে ঢাকাগামী বাস তল্লাশি করে ২ জন ইয়াবা ব্যবসায়ী আটক করি। পরে তাদের দেওয়া তথ্যমতে বন্দর থানাধীন কলশী দিঘীর মুখে ইপিজেড সংলগ্ন একটি বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে আরও ২ জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ৪ মাদক কারবারির কাছ থেকে ২৫ হাজার পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ ও ৪ গ্রাম আইস এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৭৯ লাখ ৪৩ হাজার ৫শ টাকা।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি নাজিম উদ্দিন।