spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলরাঙামাটিতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান

রাঙামাটিতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান

রাঙামাটি প্রতিনিধি
spot_img

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে ভয়াবহ আগুনে ৯টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় কুতুকছড়ি বাজারে এ আগুনের ঘটনা ঘটে।

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ছোট-বড় প্রায় ৯টি দোকান ও বসতঘর পুড়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা শুরু করে এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজে যোগ দেয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বষিয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম জানান, কুতুকছড়ি বাজারে আগুনে ৯টি দোকান ও সংযুক্ত বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ