spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদকক্সবাজারচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
spot_img

পাহাড়ি ঢল ও বন্যার পানি নেমে যাওয়ায় দুই দিন পর চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ওসি খান মো. ইরফান বলেন, গতকাল (বুধবার) থেকে পানি কমা শুরু হয়েছিল। আজ বৃহস্পতিবার সড়কের কোথাও পানি নেই। সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

সপ্তাহখানেক আগে থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া কসাইপাড়া থেকে সাতকানিয়ার কেরানী হাটে পানি উঠে যায়।

চন্দনাইশ কলেজ গেট এলাকা থেকে কেরানিহাট অংশে সড়কে পানি বাড়তে শুরু করলে সোমবার রাতে মহাসড়কে যানজট তৈরি হয়। পরে রাত ৩টার পর থেকে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, তাতে দুর্ভোগে পড়েন বয়স্ক ও শিশুসহ অন্য যাত্রীরা।

সাতকানিয়া উপজেলার পরই পার্বত্য বান্দরবান জেলা। টানা বৃষ্টিতে সোমবার বান্দরবান জেলা সদরসহ বিভিন্ন এলাকাও পানিতে তলিয়ে যায়।

ফলে চট্টগ্রাম-বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এখনও সচল হয়নি সড়কটি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ