বাংলাধারা প্রতিবেদন »
স্বেচ্ছায় রক্ত দানে সাধারণ জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে ‘বিশ্ব রক্তদাতা দিবস- ২০১৯’ পালন করেছে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘হাটহাজারী সম্মিলিত রক্ত দাতা ফোরাম’।
এই উপলক্ষে হাটহাজারীতে শুক্রবার (১৪ জুন) বিকালে বর্ণাঢ্য র্যালি ও র্যালি পরবর্তী আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
ফতেয়াবাদ উচ্চ বিদ্যালযয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি বড় দীঘির পাড়ে এসে শেষ হয়। র্যালিশেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার উপকমিটির সদস্য রাশেদুল ইসলাম রাসেল।
তিনি বলেন স্বেচ্ছায় রক্ত দাতারা নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসেন। তৃণমূলে এসে হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরাম যে কাজ করছে তা একদিন জাতীয় পর্যায়ে মূল্যায়ীত হবে।
সংগঠনের অন্যতম সমন্নয়ক ইঞ্জিনিয়ার রুবেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,গাজী সাদেক মো. জাবেদ, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রনি, মোহাম্মদ সাহেদ, আমিনুল ইসলাম মুন্না, গাজী আক্কাস, গাজী রাসেল, এস্কান্দর মির্জা, মারুফ সিদ্দিকী, মো. আরশাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন কার্যকারী সদস্য এম. এন. আলম, এন কে খালেদ সাইফুল্লাহ, জাবেদ মুনতাহিদ, মোহাম্মদ তারেক হাসান শুভ, সাজিদ ওয়াহিদ, রেজভী ওসমান, ফয়সাল জাহিদ,সাব্বির আলম, মোহাম্মদ আলী আকবর, ফাহিম চৌধুরী, ইয়াসির আরফাত, হুসাইন অভি, নাদিম আলম, মোঃ সোহেল, মোঃ ইমন খান, মোহাম্মদ আরিফুল হক, মোহাম্মাদ, আরনাফ হোসেন, ইসমাইল ফাহিম, মোঃ সাইফুল প্রমুখ।
বাংলাধারা/এফএস/এমআর