spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামবোয়ালখালীতে জলাবদ্ধতা নিরসনে খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বোয়ালখালীতে জলাবদ্ধতা নিরসনে খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বোয়ালখালী প্রতিনিধি
spot_img

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে খালে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার শাকপুরা কোদালা খালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন।

তিনি জানান, শাকপুরা কোদালা খালের একটি অংশ অবৈধভাবে ভরাট করে দোকান নির্মাণ করে ভারা দেন কয়েকজন ব্যক্তি। এতে খালের পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিনের বৃষ্টিতে শাকপুরা ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বিকেল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জলাবদ্ধতা নিরসনে খালের ভরাট অংশ পুনঃখনন করা হয়েছে বলে জানান ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন শাকপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, ইউপি সদস্য মো. কফিল, সম্ভু চৌধুরী, মোজাম্মেল হক মানিক, মো. ছাদেক, অনুপ দাশ, মো. হেলাল ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. খোরশেদ।

এর আগের দিন কধুরখীলের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা নিরসনে অভিযান পরিচালনা করে কধুরখীল কৈবর্ত্যখালের মাঝে নির্মিত পাকা দেয়ালের কিছু অংশ ভেঙে পানি চলাচলের পথ খুলে দেওয়া হয়েছে। দেয়ালের বাকি অংশও অপসারণে কাজ চলছে বলে জানান ইউএনও।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ