spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামপটিয়ায় উদ্বোধনের অপেক্ষায় চারটি বিদ্যুৎকেন্দ্র, যুক্ত হবে ৪৩৯ মেগাওয়াট

পটিয়ায় উদ্বোধনের অপেক্ষায় চারটি বিদ্যুৎকেন্দ্র, যুক্ত হবে ৪৩৯ মেগাওয়াট

spot_img

কাউছার আলম,পটিয়া »

পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে চলছে বেসরকারী প্রতিষ্টানের উদ্যোগে চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থপনের কর্মযগ্য। ইতোমধ্যে এ চারটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ পর্যায়ে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। কেন্দ্রগুলো উৎপাদনে গেলে নতুন করে ৪৩৯ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে।

জানা যায়, চট্টগ্রামে বর্তমানে ১৬৮১ মেগাওয়াট সক্ষমতার ১৭টি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তম্মধ্যে ১৯৮৪ সালে তৎকালিন পশ্চিম পটিয়ার শিকলবাহায় ইউনিয়নে প্রথম কর্ণফুলী নদীর পাড়ে ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়। পরবর্তীতে বিদ্যুতের চাহিদা মেঠাতে কর্ণফুলী নদীর পাড়ে শিকলবাহায় গড়ে উঠে আরো বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র। যেগুলো বর্তমানে তেল-গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে।

কিন্তু চট্টগ্রামে উৎপাদনের চেয়ে চাহিদা অনেক বেশি। এসব চাহিদা মেটাতে নতুন করে পটিয়া কোলাগাঁও ইউনিয়নে ৪টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। যা থেকে উৎপাদিত হবে ৪৩৯ মেগাওয়াট বিদ্যুৎ।

নতুন বিদুৎ কেন্দ্রের সংশ্লিষ্টরা জানান , বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বেসরকারি সংস্থা বিনিয়োগ করছে। আর যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেগুলোও বিদেশী। নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে মালামালা আনা নেয়া করছেন। আর এসব বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাজ চলতি বছরে শেষে হবে বলে সংশ্লিষ্টরা জানান। এতে করে বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে গেলে নতুন করে ৪৩৯ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে।

কোলাগাঁও ইউনিয়নে আল বারাকা পাওয়ার লি. এর বারাকা ১০৫ মেগাওয়াট শিকলবাহা পাওয়ার প্লান্ট ও বারাকা ১১০ মেগাওয়াট কর্ণফুলী পাওয়ার প্লান্ট, এনার্জি প্যাক কনফিডেন্স পাওয়ার ভেনচার লি. এর জোডিয়াক ৫৪ মেগাওয়াট পাওয়ার প্লান্ট, আনলিমা ডায়িং লি. এর আনলিমা ১১৬ মেগাওয়াট পাওয়ার প্লান্ট মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কাজ চলছে।

কোলাগাঁও বারাকা ১০৫ মেগাওয়াট শিকলবাহা পাওয়া প্লান্ট এবং জোডিয়াক ৫৪ মেগাওয়াট পাওয়ার প্লান্ট নির্মাণ কাজ শেষ হলেও সঞ্চালন লাইন স্থাপন কাজ শেষ না হওয়ায় উৎপাদনে যেতে পারছে না।

বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, বেসরকারী বিনিয়োগে বারাকা শিকলবাহা ১০৫ ও কর্ণফুলী ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র দুটি স্থাপনের কাজ চলছে। এদের মধ্যে বারাকা ১০৫ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটির কাজ সম্পন্ন হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, চট্টগ্রামে বর্তমানে ৯শ মেগাওয়াট থেকে সাড়ে ১৬শ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের চাহিদা রয়েছে। চাহিদার বিপরীতে বর্তমানে এক হাজার ৬৮১ মেগাওয়াট সক্ষমতার ১৭টি বিদ্যুৎকেন্দ্র থেকে নিয়মিত ৭শ থেকে সোয়া ১২শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। চাহিদার অবশিষ্ট জাতীয় গ্রিড থেকে সরবরাহ নিয়ে লোড সামাল দিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সূত্রে আরো জানা যায়, বিগত ১ এপ্রিল চট্টগ্রামের ১৭টি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হয়েছে এক হাজার ১৬ মেগাওয়াট কিন্তু চাহিদা ছিল এক হাজার ৩০৯ মেগাওয়াট। ২ এপ্রিল উৎপাদন হয়েছে ৮’শ ৬৮ মেগাওয়াট কিন্তু চাহিদা ছিল এক হাজার ২১৬ মেগাওয়াট। চাহিদার অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিড থেকে নিয়ে সরবরাহ করেছে পিডিবি। অবশ্য উৎপাদন এবং চাহিদার ব্যবধান বেশি নয়। তবে চলতি গ্রীষ্মে তাপমাত্রা বাড়ায় চাহিদা কিছুটা বেড়েছে। নতুন এ বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো উৎপাদনে গেলে ৪৩৯ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে সবশেষ প্রান্তে কর্ণফুলী নদীর তীর ঘেষে চলছে বিশাল কর্মযজ্ঞ। যেখানে হাজারো শ্রমিকের পদচারনায় মূখরিত প্রতিদিন। স্থানীয় শ্রমিক কর্মচারী ছাড়াও বিদেশী প্রকৌশলীরা এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজে কর্মরত আছেন। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে ওই সব এলাকায় আশে পাশে কয়েক শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে স্থানীয় সড়ক যোগাযোগ আরো উন্নত করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

বিদ্যুৎ উৎপাদন তদারককারী ও শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী (উৎপাদন) ভূবন বিজয় দত্ত জানান, কোলাঁগাও নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে এর থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে, তাতে চট্টগ্রামের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডেও সরবরাহ দেওয়ার সুযোগ হবে। নতুন বিদ্যুৎকেন্দ্র গুলোর মধ্যে দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শেষ হলেও সঞ্চালন লাইন স্থাপন শেষ না হওয়ায় উৎপাদনে যেতে পারছে না। সঞ্চালন লাইন স্থাপনের জন্য পুরোধমে কাজ চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে উৎপাদনে যেতে পারব।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন জানান, বর্তমানে চট্টগ্রামে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। বিপরীতে চট্টগ্রামের ১৭টি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে গড়ে এক হাজার ২০০ মেগাওয়াট করে। বাকি চারশ মেগাওয়াট জাতীয় গ্রিড থেকে নেয়া হয়। তবে সন্ধ্যার পর বড় বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় চট্টগ্রামে উৎপাদিত বিদ্যুৎ দিয়েই চট্টগ্রামের চাহিদা মেটানো সম্ভব হয়।

তিনি আরো জানান, কোলাঁগাও নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে তা থেকে উৎপাদিত বিদ্যুৎ চট্টগ্রামের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

কোলাগাঁও ইউপি চেয়ারম্যান আহমদ নুর জানান , কোলাগাঁও ইউনিয়নের নতুন যে চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। এটি যেহেতু সরকারের অগ্রাধিকার প্রকল্প। তাই সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ চলছে এখানে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এখানে। পাশাপাশি আমার এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ