‘পাশেই আছি’ এই স্লোগানকে সামনে রেখে প্রবল বর্ষণে পাহাড়ী ঢল ও বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫০০ পরিবারের মাঝে সহয়তা দেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেট। শুক্রবার (১১ আগস্ট) উপজেলার কাঞ্চনা এলাকায় বন্যা দুর্গত হয়ে আটকে পড়া লোকদের নৌকার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেন রোটারেক্টরা। এ সহায়তার মধ্যে ছিলো শুকনো খাবার ও কাপড়।
রোটারিয়ান সরোজ বড়ুয়া বলেন, ‘পাশেই আছি’-এই প্রত্যয়ে আমরা চেষ্টা করেছি কিছু পরিবারকে সহযোগিতা করার, এটা হয়তো খুবই সামান্য, তারপরও আমরা সামিল হতে চেয়েছি মানবতার জন্য, পাশে থাকার জন্য।
রোটারি ক্লাব অব চট্টগ্রাম এরিটোক্রেটের প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাইকা সেফা ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এসএম মুহিবুর রহমানের সার্বিক সহযোগীতায় এ সহয়তা প্রদান করা হয়। এতে আরও সহযোগিতা করেন ভাইস প্রেসিডেন্ট সরোজ বড়ুয়া, রোটারেক্টর মাহমুদ উল্লাহ, জয় দে, ইলিয়াস উদ্দিন আকাশ, ইকরামুল হক রাজু, ইসলাম রাফি।
প্রসঙ্গত, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন টানা বর্ষণ ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়ে লাখ লাখ মানুষ। তিনদিন যাবৎ বন্ধ থাকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানচলাচল। খাবার ও সুপেয় পানির সংকটে পড়েন দুরবর্তী গ্রামের মানুষরা।