চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বুলবুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ভাটিয়ারী বিএমএ এলাকায় চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ বুলবুল মিয়া নেত্রকোণার কেন্দুয়া এলাকার বাসিন্দা।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা পুরাতন মেশিনারিজের দোকানে পাশে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে পৌছে একজন বৃদ্ধকে মৃত উদ্ধার করা হয়।
বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।