spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদক
spot_img

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাছিমা আক্তার (৩২) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গতকালও একজন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য বিভাগ।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া নাছিমা আক্তার নামে ওই নারীর বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ডেঙ্গু উপসর্গ নিয়ে ১১ আগস্ট রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় নাছিমাকে। হাসপাতালে ভর্তির পর পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে ওই রাতেই তিনি মারা যান।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯১ জন। যার মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৫৬ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৫ জন রোগী।

এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৪৩ জন। এর মধ্যে চলতি আগস্ট মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ১ হাজার ১৬৭ জন। অন্যদিকে এবছর ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৭ জন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ