বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ডের ছোট কুমিরা বাইপাস সড়কে শ্যামলী পরিবহনের ধাক্কায় ৮ নাম্বার মিনি বাস খাদে পড়ে এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (১৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে জানান কুমিরা হাইওয়ে পুলিশ।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবু আব্দুল্লাহ বাংলাধারাকে জানান, শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ৮ নাম্বার মিনি বাসকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে সড়কের পাশে থাকা ধাদে পড়ে যায়। এ সময় গাড়ি চাপায় ওই ব্যক্তি নিহত হন। নিহতের স্বজনরা আসলেই পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি