spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামসাতকানিয়াবাসীর জন্য ত্রান পাঠালেন প্যানেল মেয়র লিটন

সাতকানিয়াবাসীর জন্য ত্রান পাঠালেন প্যানেল মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক
spot_img

চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশের বন্যা কবলিত মানুষের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর সবুর লিটন।

রোববার (১৩ আগস্ট) সকালে বন্যাকবলিত বিপন্ন মানুষদের পাশে দাঁড়াতে রামপুর ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ন আহ্বায়ক আবদুস সবুর লিটনের ব্যক্তিগত তহবিল থেকে ৫শ পরিবারের জন্য এ খাদ্যসামগ্রী পাঠানো হয়।

সাতকানিয়া, চন্দনাইশের বন্যা কবলিত মানুষের জন্য পাঠানো এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো পরিবার প্রতি ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবন, ২টি কনডেন্সড মিল্ক, ১ কেজি চিনি ও ২৫০ গ্রাম চা পাতা।

বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী পাঠানোর বিষয়ে চসিক প্যানেল মেয়র আবদুস সবুর লিটন বলেন, সাতকানিয়ায় পানিতে ডুবে যাওয়া অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও চট্টগ্রামের রত্ন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ডাকে সাড়া দিয়ে আর্ত মানবতার সেবায় এ ধরনের কার্য্যক্রম অব্যাহত রেখে বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সপ্তাহব্যাপী প্রবল বর্ষণের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার হয় চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগড়া উপজেলা। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এসব উপজেলাগুলোতে। এমন পরিস্থিতিতে বিত্তবানদের এতটুকু সহয়তার হাত নতুন করে এসব বিপন্ন মানুষদের দেখাচ্ছে আশার আলো।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ