spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদশিক্ষাচবিতে কিশোরগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের বৃক্ষ রোপন কর্মসূচি

চবিতে কিশোরগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের বৃক্ষ রোপন কর্মসূচি

চবি প্রতিনিধি
spot_img

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন।

রোববার (১৩ আগস্ট) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও ছাত্র হল এলাকায় ৫০ প্রজাতির চারাগাছ রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নবাগত সভাপতি আজিজুল হাকিম মাটি ও নবাগত সাধারণ মাজহারুল ইসলাম জজ মিয়া এবং শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমা।

এ বিষয়ে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জজ মিয়া বলেন, গাছ লাগান, পরিবেশ বাচান এই স্লোগানকে সামনে রেখে আমরা কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট ‘স এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি।
আপনারা জানেন জনসংখ্যার অধিক চাপে ফসলি জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। হরদম গাছপালা কাটা হচ্ছে। কেউ কোন ধরনের নিয়ম-নীতি মানছে না।

তিনি আরো বলেন, বেপরোয়াভাবে গাছপালা কাটা হচ্ছে তেমন কোনো প্রতিবাদও কেউ করছে না। অধিক পরিমাণে গাছপালা কাটার ফলে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। বৃক্ষ নিধনের মিছিল এভাবে চলমান থাকলে মানবজীবন হুমকির মুখে পড়বে, পরিবেশের বিপর্যয় ঘটবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, পৃথিবী ধ্বংসের মুখোমুখি হবে। তাই গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচীর মাধ্যমে সবাইকে সচেতন করা ও উৎসাহিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ