৯৪ বোতল বিদেশী মদ ও ১৪ কেজি গাঁজাসহ মো. কফিল উদ্দিন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী মো. কফিল উদ্দিন ফেনী জেলা সদর থানার ১১ নং মোটবী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম লক্ষীপুর এলাকার আমিনুল হকের পুত্র।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রমামুখী অংশের নিজামপুর এলাকা থেকে ৯৪ বোতল বিদেশী মদ ও ১৪ কেজি গাঁজাসহ মো. কফিল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।
তিনি আরো বলেন, আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকগুলো চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলো বলে জানায় সে।
বিদেশী মদ ও গাঁজা উদ্ধারের ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি কবির হোসেন।