বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে আরডিএম গ্রুপ। রোববার (১৩ আগষ্ট) চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসকের নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন- আরডিএম গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী ও আরডিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সরওয়ার রিয়াদ।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান সহ আরডিএম গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ ও চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরডিএম গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন- বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদানের মাধ্যমে কিছুটা হলেও সহযোগিতা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তার জন্য আরডিএম গ্রুপকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এছাড়াও তিনি চট্টগ্রামের ব্যবসায়ী সমাজকে আরো অধিক ত্রাণ সামগ্রী প্রদানে এগিয়ে আসার আহবান জানান।
সম্প্রতি চট্টগ্রামে অতি বৃষ্টি, জলচ্ছাস, পাহাড়ী ঢল, অতিরিক্ত জোয়ারের পানি প্রবেশ করার কারণে চট্টগ্রাম শহর ও উপজেলা যথাক্রমে- সাতকানিয়া, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, হাটহাজারী, রাউজান এর অধিকাংশ এলাকা পানির নিচে ডুবে যায় এতে করে কাঁচা ঘর-বাড়ি সহ বসত ভিটা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতে এই ত্রাণ সহায়তা প্রদান করেন আরডিএম গ্রুপ।