চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরে বাস চাপায় মো. সায়মন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামদাশ মুন্সির হাট পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সায়মন কালীপুর ইউনিয়নের বাঘগোনা এলাকার আব্দুল শুক্কুরের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন জানান, মাইটপাড়া এলাকার একটি ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। তার সঙ্গে আরও দুইজন আরোহী ছিল। পিএবি সড়কে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।