spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামপারকি সৈকতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

পারকি সৈকতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক কিশোরের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিখোঁজ কিশোরের নাম মোহাম্মদ মিনহাজ (১৫)। নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজ ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।

আনোয়ারা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দুলাল মিত্র জানান, ফটিকছড়িতে থেকে একটি মাইক্রোবাসে করে ১৫-১৬ জন কিশোর পারকি সৈকতে বেড়াতে আসে।

তাদের মধ্যে কয়েকজন সাগরে গোসল করতে নেমেছিল। এদের মধ্যে দু’জন ভেসে গেলে কাছাকাছি থাকা একটি জাহাজের লোকজন রশি ফেলে একজনকে উদ্ধার করে। মিনহাজকে পাওয়া যায়নি।

দুলাল মিত্র বলেন, এখানে আবহাওয়া খুব খারাপ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সাগর উত্তাল। আমাদের ডুবুরি দল এখানে আছে। তারা কাজ শুরু করেছিল। তবে বৈরি আবহাওয়া কারণে উদ্ধার কাজ বন্ধ আছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ