spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামসাজা মাথায় আত্মগোপনে যুবক, র‌্যাবের জালে ধরা

সাজা মাথায় আত্মগোপনে যুবক, র‌্যাবের জালে ধরা

বাংলাধারা প্রতিবেদক
spot_img

মাদকের মামলায় যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে আত্মগোপনে চলে যান কক্সবাজারের যুবক মো. রিফাত। গ্রেফতার এড়াতে নগরীর হালিশহর থানার ঈদগাঁও এলাকায় রিফাত আত্মগোপনে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৭।

আটককৃত মো. রিফাত কক্সবাজার জেলার চকরিয়া থানার দরবেশ কাটা এলাকার মো.বাবুলের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রিফাত নগরের ঈদগাঁও এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রোববার (১৩ আগস্ট) বিকেল তিনটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ২০২০ সালের ১০ নভেম্বর কর্ণফুলী থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ রিফাতকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল ডবলমুরিং সার্কেল। মামলার পর জামিনে গিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী ওই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করে। রিফাতকে আদালত ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বলেও স্বীকার করে সে।

আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ