spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামবাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img

চট্টগ্রামের বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জিহাদুল ইসলাম (২৮) নামে এক যুবক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জিহাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

নিহত জিহাদ চন্দনাইশের বরমা ইউনিয়নের কেশুয়া গ্রামের হাজী সালেহ আহমেদের বাড়ির জাহিদুল ইসলামের ছেলে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সকালে তিনজনকে হাসপাতালে আনার পর ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুরে জিহাদ নামের এক যুবকের মৃত্যু হয়।

এর আগে সকালে নগরের বাকলিয়া থানার এক্সেস রোডের মুখে যাত্রীবাহি বাসে চাপা পড়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের তিন যাত্রী আহত হয়। পরে তাদেরকে হাসপাতাল ভর্তি করানো হয়।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ