চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলি নদীতে যাত্রী পরিবহনে নিয়োজিত ৩০টি নৌকায় ১০টি করে লাইফ জ্যকেট বিতরণ করেছেন বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে কালুরঘাট সেতুর কর্ণফুলি নদীর ফেরিঘাট এলাকায় এ জ্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো মামুন, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সিরাজুল হক, মো. তারেকুল ইসলাম, ইসমাইল হোসেন আবু, মো. পারভেজ, হাজী নাছের আলী ও শাহানাজ নীলু।
পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, নৌকা যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। যাত্রীরা নিরাপত্তা ছাড়াই নৌকায় নদী পারাপার করছেন। এর মধ্যে নারী- শিশুরাও রয়েছেন। এতে জীবনের ঝুঁকি ছিল।
বোয়ালখালীবাসীর দুঃখ কালুরঘাট সেতু মন্তব্য করে তিনি বলেন, নতুন সেতু না হওয়া পর্যন্ত বোয়ালখালীবাসীকে খুশি করা যাবে না।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, সবকিছুর আগে হচ্ছে জীবনের নিরাপত্তা। লাইফ জ্যাকেট থাকলে ঝুঁকি অনেকাংশে কমে যায়।