spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীবেশি দামে ডিম বিক্রি করে জরিমানা গুনলো ৭ প্রতিষ্ঠান

বেশি দামে ডিম বিক্রি করে জরিমানা গুনলো ৭ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
spot_img

চট্টগ্রামে বেশি দামে ডিম বিক্রির অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে নগরীর চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।

অভিযানে চৌমুহনী বাজারে পাইকারী ও খুচরা ডিম বিক্রেতা প্রতিষ্ঠান রাজ এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা, আমিন এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা, নাসফিকা ট্রেডার্সকে দুই হাজার টাকা, জিলানী স্টোরকে এক হাজার টাকা, জনপ্রিয় স্টোরকে এক হাজার টাকা, হালাল শপকে এক হাজার টাকা এবং জে আলম ব্রাদার্সকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

নাসরিন আকতার জানান, সরকার নির্ধারিত ডিমের দাম পাইকারি ১০ টাকা ৫০ পয়সা এবং খুচরা ১২ টাকায় বিক্রির কথা। তবে দোকানিরা আরও বেশি দামে বিক্রি করছিলেন।

এ ছাড়া ডিম বিক্রির মূল্য তালিকা যথাযথ সংরক্ষণ না করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ