spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলবান্দরবানে পুলিশের মানবিক সহায়তা প্রদান

বান্দরবানে পুলিশের মানবিক সহায়তা প্রদান

বান্দরবান প্রতিনিধি
spot_img

বান্দরবানের বন্যকবলিত ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকালে জেলা পরিষদের রেষ্ট হাউসের প্রধান অতিথি থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে সহায়তা তুলে দেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুর আলম মিনা।

এসময় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আর্মি পাড়া, বালাঘাটা, উজানী পাড়া ও রুমা উপজেলাসহ মোট ৬শত বন্যকবলিত ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে চাল,ডাল, তেল, চিনি,আলুসহ ৯টি খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

রেঞ্জ ডিআইজি নুর আলম মিনা বলেন, বান্দরবানে ভয়াবহ বন্যা মানুষের ঘর বাড়ি নিয়ে গেছে। যার ফলে কাজ করতে না পেরে দশদিনের মতন পানিবন্দি ছিল। তাই যতটুকু পেরেছি সহযোগিতা হাত বাড়িয়েছি। পরবর্তীতে আরো সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজিমি, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলামসহ ক্ষতিগ্রস্ত পরিবার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ