spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদকক্সবাজাররামুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত ৩ দোকান, যুবক দগ্ধ

রামুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত ৩ দোকান, যুবক দগ্ধ

কক্সবাজার প্রতিনিধি
spot_img

কক্সবাজারের রামুতে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটে। খবর পেয়ে ফায়ারসার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, একটি গ্যাসের চুলা টেস্ট করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহুর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দোকান মালিক শফিউল আলম মারাত্মকভাবে আহত হন।

তার এক স্বজন জানিয়েছেন, আহতের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, চুলা মেরামত করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানে অগ্নিকাণ্ড ঘটে। আমাদের হিসাবে নয়টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর পাশে একটি মুদির দোকানে মালামাল এবং কলার আড়তের বেশ কিছু কলা নষ্ট হয়েছে। অগ্নিকান্ডে আনুমানিক ৮-১০লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন। কি কারণে বিস্ফোরণ হয়েছে তা বের করার চেষ্টা চলছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মুস্তফা। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমানসহ প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ