spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামনগরীতে ইয়াবাসহ কারারক্ষী ও গাঁজাসহ তার সহযোগী আটক

নগরীতে ইয়াবাসহ কারারক্ষী ও গাঁজাসহ তার সহযোগী আটক

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

নগরীতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের একজন কারারক্ষী ৫০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন। পরে ১’শ গ্রাম গাঁজাসহ পুলিশ তার এক সহযোগীকেও আটক করে পুলিশ।

শনিবার (১৫ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কোতোয়ালী থানাধীন কদমতলি ফলাইওভারের উপর থেকে মো. সাইফুল ইসলাম (২২) নামে ওই কারারক্ষী আটক করা হয় এবং তার সহযোগী আজিজুন জালাল কে লালদীঘি এলাকা থেকে রাত ৮টার দিকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন ।

ওসি মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুলকে ৫০টি ইয়াবাসহ আটক করা হয়েছে। এ সময় তিনি নিজেকে কারারক্ষী হিসেবে পরিচয় দিয়েছেন। পরে কারাগারে যোগাযোগ করে তার বক্তব্যের সত্যতা পাওয়া যায়।

তিনি বলেন, আটকের কিছক্ষন পর তার মোবাইলে একটি কল আসে। সেই কলের সূত্র ধরে আজিজুন জালাল নামে সাইফুলের এক সহযোগীকে লালদীঘি এলাকা থেকে ১’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ