spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদকক্সবাজারকক্সবাজার পৌরসভা/ মেয়র মুজিবকে বিদায়, মাবুকে বরণ

কক্সবাজার পৌরসভা/ মেয়র মুজিবকে বিদায়, মাবুকে বরণ

কক্সবাজার প্রতিনিধি
spot_img

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের পৌর পরিষদের কার্যকাল সমাপ্ত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) মুজিব পরিষদের কার্যকাল সমাপ্তে তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় বরণ করা হয়েছে নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীসহ নবাগত পৌর পরিষদকে।

জুমাবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে বিদায়ী মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

বক্তব্য রাখেন নবাগত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী মাবু, প্রেসক্লাব সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।

এসময় ১নং ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল আজাদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর এহেছান উল্লাহ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রাজবিহারী দাশ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সেতু, ১১নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর এমএ মনজুর, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, ইয়াসমিন আক্তার, জাহেদা আক্তার ও নাছিমা আক্তার বকুলসহ পৌরসভার কর্মজীবিরা উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী সারওয়ার আলম, সচিব রাসেল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা।

পৌরসভা মসজিদের ইমাম হাফেজ মঈনুল ইসলামের কোরআন তেলাওয়াত ও অফিস সহকারি সুব্রত দাশের গীতা পাঠে শুরু হওয়া অনুষ্ঠানে সমাজ নেতৃবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আলেম সমাজ, ব্যবসায়ি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ জুন প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন মাহবুবুর রহমান মাবু। এর আগে ২০১৮ সালে জুনে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকার প্রার্থী মুজিবুর রহমান। নব নির্বাচিত পরিষদে মেয়র ও তিনজন কাউন্সিলর নতুন মূখ নির্বাচিত হলেও চার নারী কাউন্সিলর এবং বাকিরা পুরাতনই নির্বাচিত হয়ে এসেছেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ