‘আজকে মির্জা ফখরুলরা মানবাধিকারের কথা বলে, বিদেশিদের কাছে নালিশ দেয়। অথচ ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে ফাঁসি দিয়ে নয়, কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিলো।’
শুক্রবার (১৮ আগস্ট) বিকালে মিরসরাইয়ের বারইয়ারহাট হাইওয়ে চত্ত্বরে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
তিনি বলেন, ‘নির্বাচনের আর মাত্র চার মাস। সংবিধান মেনে যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় মির্জা ফখরুলদের অসংলগ্ন কথাবার্তা দিয়ে কাজ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।’
দেশের নানাবিধ উন্নয়নের কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা তুলে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিভাবে সর্বজনীন পেনশন চালু করেছে। কয়েক লক্ষ ভূমিহীন-গৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাই দিয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় কোটি কোটি মানুষকে সহায়তা অব্যাহত রেখেছে।’
ওইদিন বিকাল ৪টার দিকে শুরু হওয়া শোকসভা পরিণত হয় জনসভায়। জাতীয় শ্রমিক লীগ, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদারের সঞ্চালনায় ও সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টো, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী,খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, মিরসরাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুদ্দীন রুপম ও সাধারণ সম্পাদক মো. আলমগীর।